অনলাইন ডেস্ক
এরইমধ্যে ডাক পড়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন ও রাকুল প্রীত সিংকে।
হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা বলার জন্য ছিল একটি গ্রুপ। আর সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে এমনই জানা যাচ্ছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ। ছিলেন জয়া সাহাও।
করিশ্মাকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আগামী কাল অর্থাৎ শনিবার দীপিকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে এনসিবির পক্ষ থেকে।
শুক্রবার এই ঘটনায় জড়িত আর এক অভিনেত্রী রকুল প্রীতকেও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রকুল প্রীত সিং স্বীকার করেছেন যে রিয়া চক্রবর্তীর সঙ্গে তিনি মাদকের বিষয় কথা বলেছেন।
তিনি বলেছেন, রিয়ার সঙ্গে তিনিও মাদকের জোগান রাখতেন। তবে তিনি নিজে কখনও মাদক সেবন করেননি বলে দাবি করেছেন।
অন্যদিকে এরই মধ্যে খবর ছড়ায় যে জিজ্ঞাসাবাদের সময়ে নাকি দীপিকার সঙ্গে থাকতে চেয়ে এনসিবির কাছে অনুরোধ করেছেন অভিনেত্রীর স্বামী রণবীর সিং। তবে এই খবর ভুল বলে জানিয়েছে এনসিবি। জানা যাচ্ছিল যে, দীপিকার প্যানিক অ্যাটাক ও অ্যাংজাইটির সমস্যা থাকার জন্য রণবীর তাঁর সঙ্গে জিজ্ঞাসাবাদের সময়ে থাকতে চেয়েছেন।
এতকিছুর মধ্যে সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং আবার দাবি করেছিলেন যে সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, শ্বাসরোধ হওয়ার ফলে হয়েছে। এমনটা তিনি এর চিকিৎসকের থেকে জানতে পেরেছেন। এ বিষয়ের ফরেনসিক টিমের প্রধান ডা. সুধীর গুপ্ত জানান, গলার দাগ দেখে এমন কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা