নিষিদ্ধ হওয়ার তিন মাসের মাথায় আবারও বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি‘র সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে।
দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় সোমবার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে জিম্বাবুয়ের পাশাপাশি নেপালও শর্তসাপেক্ষে সদস্যপদ ফিরে পেয়েছে।
ইসএসপিএন ক্রিকইনফোর প্রতিদেন অনুসারে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী ২০২০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও পরবর্তীতে আইসিসি সুপার লিগে অংশগ্রহণে করতে জিম্বাবুয়ের আর কোন বাধা থাকলো না।
প্রসঙ্গত, ক্রিকেট বোর্ডের পরিচালনায় সরকারের হস্তক্ষেপের অভিযোগে চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করে আইসিসি। ফলে দেশটির কোনো দলের আইসিসি ইভেন্টে অংশ নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞার পাশাপাশি জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির সব ধরনের অনুদান বন্ধ ছিল।
অপরদিকে, প্রায় একই কারণে ২০১৬ সালে নেপালকে বহিস্কার করেছিল আইসিসি। তবে চলতি মাসের শুরুর দিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের নির্বাচনের পরই সদস্য পদ ফিরে পেল নেপাল।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা