এ বিষয়ে শিলাজিৎ বলেন, “আমি কিছুই বুঝতে পারছি না কোথা থেকে কী হল”
কলকাতার টালিগঞ্জ থেকে গাঁজাসহ গ্রেফতার হয়েছেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদারের ছেলে ধী মজুমদার। একইসঙ্গে তার দুই বন্ধুকেও গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
আনন্দবাজার পত্রিকা জানায়, শুক্রবার (৬ জুলাই) রাতে গাড়িতে করে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনজন। রাস্তায় তল্লাশি চলার সময় রাত ১টা ১০ মিনিটে টলি ক্লাবের সামনে ওই গাড়িটি আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। গাড়ি থেকে প্রায় দেড়শো গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্র জানায়। তিনজনকেই আটক করে নিয়ে যাওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। গাড়িতে কোথা থেকে এত গাঁজা এল, সেবিষয়ে কোনও সদুত্তর দিতে না পারায় পুলিশ তিনজনকেই গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তিন জনকে আদালতে তোলা হয়েছে।
এ বিষয়ে শিলাজিৎ বলেন, “আমি কিছুই বুঝতে পারছি না কোথা থেকে কী হল। কী আর বলব! ওরা সবাই খুব ভাল। আমার আইনজীবী বিষয়টি বলতে পারবেন। এটুকুই বলতে পারি এই বয়সী ছেলে-মেয়েদের সংযত হওয়া উচিত।”
ডিজিটাল ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করছেন ধী। সম্প্রতি কলকাতায় এসেছেন। বাকি দু’জনেও ছাত্র। ধী মজুমদারের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যে মামলা। আমারা তা আদালতে জানাব।”
গত কয়েকদিন ধরেই রাতের শহরে নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশে। শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চলছে। বেপরোয়া বাইক এবং গাড়ি চালকদের রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। সম্প্রতি রাতের শহরে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, মহিলা বক্সার সুমন কুমারী এবং অভিনেতা জিতু কামালের ঘটনার পর, শুক্রবার রাতে তল্লাশি অভিযানে হাজির ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও।
NB:This post is copied from dhakatribune.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা