বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসাবে মনোনীত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একেই বলে শেষ ওভারে বাঁহাতির দুরন্ত ছক্কা। এক নাটকীয় মোড়ে বিসিসিআইয়ের নয়া সভাপতি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এর আগে “দাদা”-র ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসার সম্ভাবনা থাকলেও হঠাৎ-ই আলোচনায় চলে আসে ব্রিজেশ প্যাটেলের নাম। শোনা যায় তিনিই হতে চলেছেন বোর্ডের নয়া সভাপতি। কিন্তু শেষপর্যন্ত শেষ বাজি জেতেন সৌরভই ।
পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ হলেন নতুন সচিব এবং অরুণ ধূমাল বোর্ডের নতুন কোষাধ্যক্ষ। অরুণ ধূমাল হলেন এমওএস ফিনান্স এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই ।
সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন হলেও জানা গেছে বোর্ড সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে না যেহেতু সর্বসম্মতিক্রমেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম (BCCI President) বিবেচিত হয়েছে। এর ফলে ৪৭ বছরের সৌরভ গঙ্গোপাধ্যায়কে, তাঁর বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) -এর সভাপতি পদ ছাড়তে হবে।
বোর্ড সদস্যদের মধ্যে থেকে আপত্তি ওঠে যে, ব্রিজেশের চেয়ে সৌরভ অনেক যোগ্য প্রার্থী। একে তো অনেক বেশি ক্রিকেট খেলেছেন, সে বিষয়ে কোনও তুলনাই চলে না। তার উপরে প্রশাসক হিসেবে ব্রিজেশের অভিজ্ঞতা বেশি হলেও সৌরভও পাঁচ বছর ধরে সিএবি-র দায়িত্ব সামলেছেন। তাই তিনিই যোগ্য প্রার্থী।
ব্রিজেশ প্রথমে বিসিসিআইয়ের সভাপতি পদে এগিয়ে ছিলেন, কেননা এন শ্রীনিবাসনের শিবির ব্রিজেশের হয়ে খুবই সক্রিয়ভাবে তদবির চালাচ্ছিল। তবে, এর বিরুদ্ধে অনেকেই আপত্তি তোলেন।
ব্রিজেশ প্যাটেলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হলেও শেষপর্যন্ত সর্বসম্মতিক্রমেই বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসাবে বিবেচিত হয় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নামই।
তবে লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী, দশ মাসের জন্য যে তিনি বোর্ড সভাপতি হবেন এবং তার পরে তিন বছরের বাধ্যতামূলক ‘কুলিং অফে’ চলে যেতে হবে তাঁকে, যদিও তা মেনে নিতেও কারোও আপত্তি নেই।
এদিকে বিসিসিআইয়ের নয় সদস্যের অ্যাপেক্স কাউন্সিলের পুরুষ আইসিএ প্রতিনিধি হিসাবে কীর্তি আজাদকে পিছনে ফেলে নির্বাচিত হলেন ভারতের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়।
এর আগে শান্তা রাঙ্গস্বামী মহিলা আইসিএ প্রতিনিধি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা