হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখা হয়।
শনিবার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের অভ্যন্তরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান তিনি।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল বলে জানান হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ রফিকুজ্জামান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা