ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা এবং শ্রীমঙ্গলে র্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।
র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকার মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’
মোহাম্মদপুর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, ‘র্যাব বাদী হয়ে কাউন্সিলর মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা (নম্বর-৩১) দায়ের করেছে।’
এদিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শনিবার শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার ভোরে শ্রীমঙ্গলের একটি বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পরে তাকে সঙ্গে নিয়ে বিকালে মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় তার বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অভৈধভাবে ক্যাসিনো চালানোসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা