বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আরেক আসামি মুয়াজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আবরার হত্যা মামলায় বুয়েট শিক্ষার্থী মুয়াজ এজাহারভুক্ত আসামি।
শনিবার সকালের দিকে মুয়াজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
গত রবিবার রাতে বুয়েটের শেরে বাংলা হলে খুন করা হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আরোও পড়তে পারেন : গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনায় সমর্থন ট্রাম্পের