অনলাইন ডেস্ক
শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সেবায় আমাদের দেশ অনেক এগিয়ে গিয়েছিল। অনেক পুরস্কার পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। গড় আয়ু বেড়েছে। মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। ভ্যাকসিন হিরো হিসেবে খেতাব পেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সকলে মিলে অর্জন করেছি। সকলে মিলে এই সাফল্য ধরে রাখবো। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারি সেদিকে নজর দিতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘করোনা সংকটে প্রতিকূল পরিস্থিতির কারণে প্রজনন স্বাস্থ্যসেবা কিছুটা ব্যহত হয়েছে। তবে এখন পুরোদমে কার্যক্রম চলাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ।’
স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘জন্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ বেশ সফলতা অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে জন্মবৃদ্ধির হার আরও কমে আসবে।’
তিনি বলেন, ‘আপনারা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ভিড় এড়িয়ে চলবেন। কোভিড-১৯ এর এখনও ভ্যাকসিন আবিষ্কার হয় নি। সুনির্দিষ্ট চিকিৎসাও নেই। তবে চিকিৎসার কিছুটা উন্নতি হয়েছে। এতে আমরা ফল পাচ্ছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা