সিনিয়র প্রতিবেদক সমুদ্র, নদী এবং জলাশয়ে প্লাস্টিক এবং পলিথিনের দূষণরোধে সারা বিশ^ ব্যাপি সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। এরই অংশ হিসেবে বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টায় ইউরোপীয় ইউনিয়ন (ইউ), গুলশান সোসাইটি ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর গুলশান, বনানী মহাখালী লেকে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। প্রায় শতাধিক স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় বলে জানান গুলশান সোসাইটির মিডিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনচা টিয়ারিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত সারলতা শ্লূটার, ডেনমার্কেও রাষ্ট্রদূত ভিনি এসটপ পিটারসন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেস্টাইন, গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল শুক্লা সারওয়াত সিরাজ, গুলশান লেক কমিটির সদস্য ইভা রহমান, শায়ান সেরাজ, জাহিদ হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্লাস্টিকের বর্জ্য একটা অভিশাপ। দেশের নদ-নদী, জলাশয় এবং রাস্তাঘাট আজ প্লাস্টিকের দূষণের কারণে হুমকির সম্মুখীন। বক্তারা এব্যাপারে সবাইকে সচেতস হওয়ার আহবান জানান। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপর তাগিদ দেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা