অনলাইন ডেস্ক
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনে অভিবাসীদের নিয়ে একটি সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রায়হান কবির (২৫) কে খুজছে দেশটির সর্বোচ্চ অথরিটি। তাকে ধরিয়ে দিতে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও পুলিশের আইজি সকলের সহযোগিতা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা টেলিভিশনে মো. রায়হান কবির দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বিষয়ে সরকারকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সাক্ষাৎকার দিয়েছেন।
মঙ্গলবার মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে ২৫ মিনিটের “লয়েশিয়ার লকডাউন ইন লকড্ আপ” শিরোনামে একটি ডকুমেন্টারি সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে প্রকাশিত হয়।
এই প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার তীব্র নিন্দা জানিয়ে ভিত্তিহীন মিথ্যাচার অভিহিত করে আল জাজিরা টেলিভিশনকে মালয়েশিয়ার জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
অভিবাসন বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে রায়হান কবিরের ছবি, বয়স, তার পাসপোর্ট নম্বর, দেশের নাম ও বর্তমান কুয়ালালামপুরে অবস্থানের ঠিকানা সংযুক্ত করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং কয়েকটি হট লাইন নাম্বার চালু করেছে সংশ্লিষ্ট বিভাগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা