সিনিয়র প্রতিবেদক কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমবর্ধনা যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটি। কমিটির সভাপতি রেহানা ইউনুস ও সাধারণ সম্পাদক মাহাতাবুননেসার পাঠানাে এক বিবৃতিতে এতথ্য জানা গেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর দুঃখ ও তীব্র ক্ষোভের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারি অধ্যাপক সানওয়ার সিরাজের মাধ্যমে একই বিভাগের শিক্ষার্থীর যেীন হয়রানির শিকার হয়েছে। লিখিত অভিযোগ করেও কোনো সহযোগিতা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী। সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় তাকে সাভারের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। একই সাথে ঢাকার কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয় একই কলেজের শিক্ষিকা। অন্যদিকে ঢাকায় ধানমন্ডিতে রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব) এ চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী। থানায় মামলার পর দুইজনকে গ্রেফতার করেন পুলিশ এবং ঔ নারীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখা শিক্ষা প্রতিষ্ঠানে ও কর্মক্ষেত্রে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। বিচারহীনতার সংস্কৃতিই এর জন্য আনেকাংশে দায়ী বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখা। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতের যথাযথ শাস্তি, যৌন নিপীড়নের শিকার শিক্ষার্থীর সুচিকিৎসাসহ নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছে। পাশাপাশি সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এবং প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে প্রতিবাদের জন্য আহ্বান জানাচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা