অনলাইন ডেস্ক
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালত (ভার্চুয়াল) মোট ৯৫ হাজার ৫২৩ জনের জামিন আবেদন নিষ্পত্তি করেছেন। এরমধ্যে ৪৯ হাজার ৭৬২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
এদিকে, ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে ৬০৮ জন শিশুকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। এরমধ্যে সমাজসেবা অধিদফতর ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ৫৮৩ শিশুকে আভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগে ১১টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা