অনলাইন ডেস্ক
সিনিয়র সাংবাদিক, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার ফারুক কাজী আর নেই (ইন্না…রাজিউন)।
শুক্রবার সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
কর্মজীবনে তিনি আজাদ, বাংলারবাণী, বাসস, প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার, ইউএনবি, অবজারভার ও বাংলাদেশের খবরে কাজ করেছেন।
তাঁর মেয়ে আরশি জানান, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। সেই অনুযায়ী চিকিৎসা দেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
তবে ফারুক কাজী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন তিনি।
ফারুক কাজীর নামাজে জানাজা বাদ জুমা কাটাবন মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।