তোপের মুখে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় ৪৮ ঘণ্টা পর নীতিগতভাবে শিক্ষার্থীদের ৮ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিক্ষার্থীদের সামনে আসেন ভিসি। ভিসি বলেন, তোমরা যা দাবি দিয়েছ তোমাদের দাবির সঙ্গে অ্যাগ্রি করছি। আমরা নীতিগতভাবে সব দাবি মেনে নিচ্ছি।
তো দীর্ঘসময় কোথায় ছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে ভিসি বলেন, আমি শিক্ষক নেতাদের সঙ্গে এনিয়ে বৈঠক করেছি। যাতে করে পরিস্থিতির একটা সুষ্ঠু ও সুন্দর সমাধান হয় এবং আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টামূলক শাস্তি হয় সেই ব্যাপারে মিটিং করেছি।
সাংবাদিকরা আরো প্রশ্ন করলে ভিসি বলেন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে আমি আর কিছু বলতে চাই না। এনিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে আমি পরে আবারও কথা বলবো।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা