আগামীকাল ০৭ অক্টোবর (সোমবার) বিশ্ব বসতি দিবস। সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছরও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামীকাল সোমবার বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন সকাল ৭টা ৩০মিনিটে ঢাকার শাহবাগস্থ ঢাকা ক্লাবের সামনে থেকে সেগুনবাগিচাস্থ গণপূর্ত অধিদপ্তর প্রাঙ্গণ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে বাণী দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, ‘বিশ্বের অন্যান্য উন্নত দেশের ন্যায় বাংলাদেশেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ সম্ভব। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এ যাত্রায় সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাই’।
অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, ‘বিদ্যমান এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় প্রযুক্তিসমূহ টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। উপরন্তু, কর্মসংস্থান সৃষ্টি, জনস্বাস্থ্যের উন্নতির মাধ্যমে উন্নত নাগরিক জীবন নিশ্চিত হবে‘।
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আগামীকাল ০৭ অক্টোবর জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ হচ্ছে। ঢাকায় ও ঢাকার বাইরের বিভাগীয় ও জেলা শহরগুলোতে একই দিনে র্যালি অনুষ্ঠিত হবে এবং দিবসের প্রতিপাদ্য নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন, বেসরকারি বেতার ও কমিউনিটি রেডিওসমূহ দিবসটি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে কাল থেকে তিন দিনব্যাপী গৃহায়ন মেলা অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করার কথা রয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা