রপ্তানি বন্ধের ঘোষণার পাঁচ দিন পর ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকেপড়া পেঁয়াজ শুক্রবার থেকে আসতে শুরু করেছে।
ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার আগে করা এলসির আওতায় কেনা পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসা শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়।
ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সনজিৎ মজুমদার জানান, ভারত সীমান্তে আটকে থাকা আগের এলসি করা পেঁয়াজ অবশেষে রপ্তানি করার অনুমতি দিয়েছে সরকার। সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে আসা শুরু হয়।
সোনামসজিদ বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে আটকে থাকা আগের এলসির পেঁয়াজ ভারত সরকার অবশেষে রপ্তানির অনুমতি দেয়ায় সেগুলো সোনামসজিদ স্থলবন্দরে আসা শুরু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৫টি ভারতীয় ট্রাক পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে। ২০০ ট্রাক আসবে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে পেঁয়াজের বস্তা ট্রাকে বাঁধা অবস্থায় ছিল। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
এদিকে শুক্রবার আমদানি হয়ে আসা পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে মানভেদে ৮০-৯০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে দাম কমে তেমন প্রভাব পড়বে না বলে জানান তারা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা