যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, তাঁকে কখনোই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এটা ঠিক না। ট্রাম্প দাবি করেন, কাজটা পক্ষপাতহীন ও সুষ্ঠু হলে তিনি অনেক কিছুতেই নোবেল পেতেন। তিনি অভিযোগ করে বলেন, কিন্তু তারা তো তা করবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার এ কথা বলেন ট্রাম্প। নোবেল পুরস্কার না পাওয়ার অভিযোগ ট্রাম্প আগেও করেছেন।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। আন্তর্জাতিক কূটনীতি জোরদার এবং জনগণের পারস্পরিক সৌহার্দ্যে ভূমিকা রাখায় নোবেল পান ওবামা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরেই নোবেল কমিটি তাঁকে পুরস্কার দিল। ওবামা নিজেই জানেন না তিনি কেন নোবেল পেলেন।
এদিন কাশ্মির ইস্যুতে ফের মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে তিনি বলেন, পাকিস্তান ও ভারত উভয়ে চাইলে কাশ্মির ইস্যুতে মধ্যস্থতায় তিনি প্রস্তুত রয়েছেন।
ট্রাম্প বিশ্বাস করেন, উত্তর কোরিয়াকে পরমানু অস্ত্র ব্যবহারে বাধা দেওয়া, বিশ্বে শান্তি আর সুস্থ পরিবেশ বজার রাখার ক্ষেত্রে বারাক ওবামার থেকে তাঁর অবদান অনেক বেশি। মার্কিন প্রেসিডেন্টের এ হেন মন্তব্যের পর টুইটারে তাঁর সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘শুধু টুইট করার জন্য নোবেল পাওয়া যায় না।’ কেউ আবার বিদ্রুপ করে প্রশ্ন করেছেন, ‘অপদার্থ হওয়ার জন্য কোনও নোবেল প্রাইজ নেই?’ মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের বিষয়ে অনেকেরই মত, নিজের নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্খা প্রকাশে কোনও সমস্যা নেই, তবে একজন প্রেসিডেন্ট হিসাবে নিজের পূর্বসূরি তথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্তন প্রেসিডেন্টের তুলনা বা সমালোচনা করাটা একেবারেই উচিত হয়নি ডোনাল্ড ট্রাম্পের। ডন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা