অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন চীনের প্রেসিডেন্ট।
“চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজ বিকাল ৫টার দিকে টেলিফোন করে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন।
“বাংলাদেশ সম্মত হলে করোনাভাইরাস প্রতিরোধে চীন বিশেষজ্ঞ দল পাঠাতে চায় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।” প্রায় ২৫ মিনিটব্যাপী ফোনালাপে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন শি জিনপিং।
“চীনের প্রেসিডেন্ট বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে সহযোগিতা করতে সব সময় পাশে থাকব,” বলেন প্রেস সচিব আহিসানুল করিম।
শি বলেন, বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক জোরদারে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
ইহসানুল করিম বলেন, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে সমব্যাথি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বকে কোভিড-১৯ মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন বলে জানান তিনি।
কোভিড-১৯ মোকাবেলায় উভয় দেশ পরস্পরকে চিকিৎসাসামগ্রী পাঠানোয় দুই নেতা একে অপরকে ধন্যবাদও জানান।
প্রেস সচিব বলেন, চীনের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের স্মৃতিচারণ করেন।
বঙ্গবন্ধুর ওই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করে জানিয়ে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, আগামী দিনে এই সম্পর্ক আরো জোরালো হবে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা