অনলাইন ডেস্ক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় সংগীতাঙ্গনে আজাদ রহমানের অবদানের কথা স্মরণ করেন। “আজাদ রহমানের মৃত্যুতে সংগীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার বিকালে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজাদ রহমান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ বহু জনপ্রিয় গানে সুর দিয়েছেন তিনি।
আরোও পড়তে পারেন : আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত : ইসি