অনলাইন ডেস্ক
সরকার কর্তৃক নিয়োগকৃত এই বিশেষজ্ঞ কমিটির মতামতের উপরে একাধিক স্বতন্ত্র বিশেষজ্ঞ বলছেন, এমন ভবিষ্যদ্বাণী করার মত সময় এখনও আসেনি।
তারা আরও জানান, আরও বেশি করোনা পরীক্ষা ও করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোরভাবে বিধিনিষেধ আরোপ করা হলে নির্ভরযোগ্য ভবিষ্যদ্বাণী করা সম্ভব হত।
গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জমা দেওয়া এক প্রতিবেদনে কমিটি জানিয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহের দিকে কোভিড-১৯ সংক্রমণ চরম আকার ধারণ করতে পারে এবং পরবর্তী বেশ কয়েক দিন এই পরিস্থিতি স্থির থাকতে পারে। তারা প্রত্যাশা করেছেন জুন মাসের শেষ নাগাদ সংক্রমণের মাত্রা অনেকাংশে কমে যাবে।
বাংলাদেশে মহামারির প্রবণতা বিশ্লেষণে সরকার গঠিত আট সদস্যের কমিটির একজন অধ্যাপক ড. শাহ মনির হোসেন বলেছেন, যদি বিধিনিষেধগুলো দ্রুত তুলে নেওয়া না হয় তাহলে জুনের শেষের দিকে কোভিড-১৯ সংক্রমণের হার দ্রুত কমতে থাকবে বলে আশা করা যেতে পারে।
প্রতিবেদনে ২৫ জুনের পরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশসহ একটি প্রস্থান পরিকল্পনা সরকারকে দিয়েছে এই কমিটি।
মার্চের শেষের দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের করোনাভাইরাস পরিস্থিতি তদারকি, নিরীক্ষণ এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য এই কমিটি গঠন করে।
দলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এমএ ফয়েজ, লিয়াকত আলী এবং ইকবাল আনোয়ারও রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক মনির বলেন, ‘আমাদের দলের পূর্বাভাস, সংক্রমণ চরম আকার ধারণ করার সময় করোনায় আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের বেশি হতে পারে।’
তিনি আরও জানান, জুনের শেষে পরিস্থিতি যখন সহনীয় মাত্রায় পৌঁছবে তখনও নতুন রোগী শনাক্ত হবে।
কমিটির মতে সংক্রমণ একেবারে বন্ধ হওয়ার জন্য বেশ কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের কাজ চালিয়ে যেতে পারি তাহলে আমাদের ভবিষ্যদ্বাণীটি সঠিক প্রমাণিত হবে। কিন্তু, আমরা যদি নিষেধাজ্ঞা তুলতে শুরু করি তাহলে ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হবে।’
স্বতন্ত্র বিশেষজ্ঞরা প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য পরীক্ষার সক্ষমতা বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার করার আহ্বান জানিয়েছেন। এর সঙ্গে, তারা করোনাভাইরাসের কারণে আরোপিত বিধিনিষেধ শিথিল না করার আহ্বান জানান।
সরকারি কমিটির একজন সদস্যও স্বীকার করেছেন যে আরও বেশি পরীক্ষা করা হলে ভবিষ্যদ্বাণীগুলো আরও বেশি নির্ভরযোগ্য হত।
এপ্রিলের শেষের দিকে কয়েকশ পোশাক কারখানা পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বেড়েছে নতুন করোনা আক্রান্তর সংখ্যা।
এ ছাড়া, সরকার ইতিমধ্যে মসজিদ ও শপিংমলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং আজ থেকে সীমিত আকারে আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আবার তাদের কার্যক্রম শুরু করতে চলেছে। fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা