অনলাইন ডেস্ক
ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করতে চিরুনি অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এ ছাড়া নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন বাসাবাড়ি, ভবন ও প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
এই দুই উদ্যোগের পাশাপাশি বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরুরও পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএনসিসি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ১১ মে এই কার্যক্রম শুরু হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএনসিসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চিরুনি অভিযান চলাকালে পরিচ্ছন্নতা ও মশককর্মীরা ডিএনসিসি এলাকার বাড়ি/ভবন/প্রতিষ্ঠানে গিয়ে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধংস করবে।
এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া গেলে সেখানে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
এ ছাড়া বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
এসব কেন্দ্রে ইতিমধ্যে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে।
নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর ঠিকানা হলো:
অঞ্চল ১ (উত্তরা) নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, কবরস্থানের উত্তর–পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগাবাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৩৪/৪ কাজীবাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, বাড়ি–৩২৫, আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।
অঞ্চল-২ (মিরপুর-২) নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-ডি/৩, সেকশন-৭, আরামবাগ (আ/এ), মিরপুর (মিল্কভিটার পাশে), ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৩, সেকশন-১, মিরপুর, ঢাকা।
অঞ্চল-৩ (গুলশান) নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, ৫৯৯ বড় মগবাজার, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলা, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা, ঢাকা।
অঞ্চল-৪ (মিরপুর-১০) নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-১, নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ৩৮৬ মুন্সিবাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
অঞ্চল-৫ (কারওয়ান বাজার) নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৬৫/ভি, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, পাল সমিতি, রায়েরবাজার, ঢাকা। নগর স্বাস্থ্যকেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও, ঢাকা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা