ময়মনসিংহ প্রতিনিধি
শুক্রবার (০১ মে) সকালে ফুলবাড়ীয়া উপজেলার পৌর সদরের গৌরীপুর চালাপাড়া এলাকা থেকে ওই তরুণীর কর্দমাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, ‘ফুলবাড়ীয়া উপজেলার পৌর সদরের গৌরীপুর এলাকার হোটেল শ্রমিক হারুন অর রশিদের মেয়ে রোকসানার সাথে প্রায় ৪ বছর আগে বিয়ে হয় কুশমাইল গ্রামের বসু মিয়ার ছেলে আরিফের। সংসারে বনিবনা না হওয়ায় ৩ মাস আগে তালাক দিয়ে রোকসানাকে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ি নিয়ে আসা হয়। তালাক দেয়ার পরও মাঝে মধ্যেই আরিফ খোঁজখবর নিত ও মোবাইলে কথা বলতো। হঠাৎ করেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রোকসানা নিখোঁজ হয়। শুক্রবার (০১ মে) সকালে তার বাড়ির পাশ্ববর্তী স্থানে কর্দমাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) মর্গে প্রেরণ করে।
রোকসানার বাবা হোটেল শ্রমিক হারুন অর রশিদ জানান, ‘আমার মেয়ে বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। মেয়ের গলায় আঘাতের চিহ্ন আছে। সারা শরীর তার কর্দমাক্ত। তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। আমি তার বিচার চাই।’
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট আসার পর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা