অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সঙ্কটে অসহায় মানুষদের সহায়তা করার জন্য নিলামে তুলেছেন আজহারের ট্রিপল সেঞ্চুরির ব্যাট । দিবা-রাত্রির টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আজহার আলি। ইতিহাসগড়া সেই ব্যাট নিলামে তুলেছেন পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক।
পাশাপাশি নিলামে তুলেছেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের জার্সি, যেটিতে অটোগ্রাফ নেওয়া আছে দলের সব ক্রিকেটারের।
দুটি স্মারকেরই ভিত্তি মূল্য রাখা হয়েছে ১০ লাখ পাকিস্তানি রুপি। আগামী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে এই অনলাইন নিলাম।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাইয়ে ট্রিপল সেঞ্চুরিটি করেছিলেন আজহার। খেলেছিলেন অপরাজিত ৩০২ রানের ইনিংস।
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক উপহার দিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই স্মরণীয় সাফল্যের অন্যতম স্মারক আজহারের এই জার্সি।নিলামে তুলে ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, দুটি স্মারকই তার খুব প্রিয়।
“ আমার সবচেয়ে প্রিয় স্মারকগুলোর দুটি এগুলো। ট্রিপল সেঞ্চুরির সৌভাগ্য সব ক্রিকেটারের হয় না। আর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জার্সিতে সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলাম।
দুটি স্মারকই আমার হৃদয়ের খুব কাছের। তবে এই কঠিন সময়ে সেসব যদি লোকের উপকারে লাগে, আমি তাতেই বেশি ভালো লাগবে।”