অনলাইন ডেস্ক
এখন পর্যন্ত করোনাভাইরাসে সৌদি আরবে মোট আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪০২ জন এবং মারা গেছে ১৫৭ জন।বুধবারের (২৯ এপ্রিল) সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৪৬ জনই প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ সৌদি আরবে করোনাভাইরাসে মৃতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই বাংলাদেশি।
সৌদি আরবের সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জেদ্দা, মক্কা ও মদিনায়।
রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ জানান, এ পর্যন্ত সৌদিতে ৪৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, সেটা সৌদি কর্তৃপক্ষ তাদের জানায়নি।
বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মদিনায় মারা গেছে ২৬ জন, জেদ্দায় মারা গেছেন ৮ জন, মক্কায় মারা গেছেন ১২ জন।
এছাড়াও করোনাভাইরাসের পাশাপাশি সম্প্রতি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী। গত তিন সপ্তাহে সৌদি আরবে ৮ জনেরও বেশি বাংলাদেশি প্রবাসী স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে।