ইউএস ওপেনের নারী এককের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারানোর পর থেকেই স্বপ্নীল সময় কাটছে কানাডিয়ান টেনিস সেনসেশন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর(১৯)। গত রবিবার ইউএস ওপেন শিরোপা নিয়ে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের ছাদে ছবি তোলেন ইউএস ওপেন টেনিসের নতুন এই রানী।
শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট দাপটের সঙ্গে ৬-৩ গেমে জিতেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। দ্বিতীয় সেটেও ৫-১-এ এগিয়ে যান তিনি। তবে পরে ৫-৫ এ সমতায় ফেরেন সেরেনা। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ট্রফিতে চুমু খান আন্দ্রেস্কু। সেইসঙ্গে শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্লাম জেতেন তিনি।
NB:This post is collected from https://www.kalerkantho.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা