অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন। মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ৬৪১ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটের সর্বশেষ হালনাগাদ থেকে এসব তথ্য জানা গেছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশেও এই ভাইরাসের ঢেউ আছড়ে পড়েছে। এখনও পর্যন্ত সরকারি হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩৮২ জন। মৃতের সংখ্যা ১১০ জন। সুস্থ হয়েছে মাত্র ৮৭ জন।
বিশ্বব্যাপি করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৯ হাজার ১৬৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫ হাজার ৩৪০ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত স্পেনে। মোট ২ লাখ ৪ হাজার ১৭৮ জন আক্রান্ত দেশটিতে। মৃত্যু বরণ করেছে ২১ হাজার ২৮২ জন।
তবে মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮ জনের। আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন।
ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৯৬ জনের। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ২৪ জন। সে তুলনায় দেশটিতে মৃত্যু কম। মাত্র ৪৯৪৮জন।
যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩৩৭ জনের।
তুরস্কে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৫৯১জন। মৃ্ত্যু হয়েছে ২২৫৯জন।
ইরানে আক্রান্ত ৮৪ হাজার ৮০২ জন। মৃত্যু ৫২৯৭ জনের।
চীনে আক্রান্ত হয়েছে মোট ৮২ হাজার ৭৫৮ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জন।
এছাড়া, রাশিয়াতে আক্রান্ত ৫২ হাজার ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ৪৫৬ জনের।
বেলজিয়ামে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৯৮ জনের। আক্রান্ত ৪০ হাজার ৯৫৬ জন।
ব্রাজিলে মৃত্যু ২ হাজার ৫৮৮ জন। আক্রান্ত ৪০ হাজার ৮১৪জন।
নেদারল্যান্ডসে মৃত্যু ৩ হাজার ৯১৬ জন। আক্রান্ত ৩৪ হাজার ১৩৪ জন।
আরোও পড়তে পারেন : বিশ্ব স্বাস্থ্য দিবস আজ