ময়মনসিংহ প্রতিনিধি
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এসব চালের বস্তা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজারে ফজলু মুন্সীর চালের দোকান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ‘দোকানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে মজুদ করে রাখা অবস্থায় সোমবার (২০ এপ্রিল) রাত ১১টায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ভুটিয়ারকোনা বাজারে অভিযান চালিয়ে ফজলু মুন্সীর দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজির ৬৭ বস্তা চাল উদ্ধার করে। কিন্তু ঘটনার পর থেকে মাওহা ইউনিয়নের তাতিরপাড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত ব্যবসায়ী ফজলু মুন্সী পলাতক রয়েছেন।
অপরদিকে সোমবার (২০ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা বাজারে আজহারুল ইসলাম (৩৫) নামে স্থানীয় এক চাল ব্যবসায়ীর ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ কেজির ২৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে পুলিশ।
সোমবার বিকেলে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশ এ চাল উদ্ধার করে জব্দ করেন। এসময় ওই চাল ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যবসায়ী আজহারুল ইসলাম গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, অবৈধভাবে ২৫ বস্তা সরকারি চাল মজুতের অভিযোগ ভূটিয়ারকোনা বাজারের চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামকে আটক করা হয়। আর ভুটিয়ারকোনা বাজারে ফজলু মুন্সীর দোকান থেকে ৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে করতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।’
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা