দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে দ্রুত নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের নির্দেশ এসেছে।
করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত শহরের খানপুর ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালে আগামী এক সপ্তাহের মধ্যে এই পিসিআর মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. শেখ হাসান ইমাম।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।
সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, হাসপাতালের কোথায় পিসিআর মেশিন বসানো যায়, তার জন্য জায়গা নির্ধারণ করার নির্দেশনা এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পিসিআর মেশিন বসানো হবে। সে লক্ষে দ্রুত কাজ করতে বলা হয়েছে।
আরোও পড়তে পারেন : হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী খেজুরের রস