ড. সুফিয়া আহমেদ।
সিনিয়র স্টাফ রিপোর্টার : দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক এবং ’৫২ এর ভাষাসৈনিক ড. সুফিয়া আহমেদ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তিনি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে চালিয়ে যাওয়া ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন গভীরভাবে। ভাষা আন্দোলনে অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়। শিক্ষাজীবন শেষে তিনি ঢাকা বিশববিদ্যালয়ে শিক্ষকতা করেন। দেশের বাইরেও তিনি কয়েকটি শিক্ষা প্রতিষঠানে তিনি শিক্ষকতা করেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরের সদস্য পদে এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষায় অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে তাকে দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপকের মরযাদা দেয়া হয়।
তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সুহৃদ প্রখ্যাত আইনবিদ প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা।
বাংলাদেশ মহিলা পরিষদ পরিবার এই মহান গুণী ব্যক্তিত্বের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর পরিবারের সকল শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা