জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেছে দলটির একাংশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসায় এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এখানে দাবি করা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ীই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজকের সংবাদ সম্মেলনে রওশনকে চেয়ারম্যান করার ঘোষণা দেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘গঠনতন্ত্রে বলা আছে, যদি চেয়ারম্যানের মৃত্যু হয়, তাহলে সিনিয়র কো–চেয়ারম্যান–১ নম্বর, চেয়ারম্যান ২ নম্বর। এখানে রওশন এরশাদ সিনিয়র। এটা ২০–এর উপধারা ২(ক)–এ আছে। সুতরাং আজকে সংবাদ সম্মেলনে ঘোষণা করছি, রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’ আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলেও জানান সাংসদ মাহমুদ।এ ছাড়া আনিসুল ইসলাম মাহমুদ জানান, দলের মহাসচিব মসিউর রহমানই থাকবেন।
এক প্রশ্নের জবাবে বলেন আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দল ভাঙেনি। পার্লামেন্টরি বোর্ডে সিদ্ধান্ত হবে দলীয় উপনেতার বিষয়ে। জি এম কাদের এ সিদ্ধান্ত মেনে নিবে কি না, এ প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তিনি আশা করেন, মেনে নেবেন এবং দল ভাঙবে না।
জীবিত থাকতে এইচ এম এরশাদ জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে যাওয়া প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, ওই সময়ে এরশাদকে ঘুম থেকে তুলে সংবাদ সম্মেলন করা হয়। তিনি তখনকার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, জি এম কাদেরকে একবার অযোগ্যতার জন্য পদ থেকে সরিয়েও দেওয়া হয়।
আজ সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, দল নিয়ে সবাই উদ্বিগ্ন। দলে অতীতেও ভাঙন হয়েছে এবং এবারও ভাগ হচ্ছে নাকি, তা প্রশ্ন রাখেন।
রওশন বলেন, ‘এরশাদ দলকে গড়ে তুলেছেন। আমরা চাই এটা ভালোভাবে চলুক।’ তিনি সবাইকে এক হওয়ার আহবান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুজিবুল হক চুন্নু, সোহেল রানা, ফখরুল ইসলাম, আবদুস সবুর প্রমুখ।
NB:This post is copied from prothomalo.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা