ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের মইজউদ্দিন (৫০) ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করার ঘটনায় তার শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ সংক্রান্ত এক বিবৃতিতে মহিলা পরিষদ বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় যে, গত ৩১ মার্চ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামে শিশু বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশের ক্ষেতে শাক তুলতে যায় ৯ বছরের শিশু। এসময় প্রতিবেশী মো. মইজুদ্দিন শিশুটিকে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে ওই শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভয়াবহ করোনা ভাইরাসে সারাবিশ্ব যখন মানুষের জীবন রক্ষা করার জন্য লড়াই করছে তখন এই পরিস্থিতিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংতায় বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বিগ্ন। এমন অবস্থায় সারাদেশে বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশুসহ ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে।
সেইসাথে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থ গ্রহনসহ ধর্ষণের ঘটনা প্রতিরোধে শূন্য সহিষ্ণনুতার নীতি গ্রহন সাপেক্ষে আশু কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে। একইসাথে ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সকলকে বিশেষভাবে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা