মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি জ্বালানি কাঠের দোকান থেকে ৩২ বস্তা সরকারি গুদামের চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল রাখার অপরাধে দোকান মালিক প্রদীপ দাসকে (৪৭) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, গতকাল বিকালে বর্নি ইউনিয়নের ফকিরের বাজারে অভিযান চালানো হয়। একটি জ্বালানি কাঠের দোকান থেকে সরকারি গুদামের ৩০ কেজি ওজনের ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক প্রদীপ দাসকে (৪৭) আটক করা হয়েছে। তার বাড়ি বর্নি মিহারী গ্রামে।
এগুলো ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ওই ব্যবসায়ী জানিয়েছেন, উপকারভোগীদের কাছ থেকে তিনি চালগুলো কিনেছিলেন। কিন্তু এটা কেনাও অন্যায়। তার বিরুদ্ধে মামলা হবে— বলেন শামীম আল ইমরান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা