শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের চলচ্চিত্র ‘ঢাক বাজলো ঢাকায়’ চ্যানেল আইতে দেখাবে মঙ্গলবার ( ৩১ মার্চ) বিকেল ৩ টা ৫ মিনিটে। ফিল্মটি পরিচালনার পাশাপাশি আফজাল হোসেন ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয়ে করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল, আফজাল হোসেন প্রমুখ।
গল্প সংক্ষেপ: মাঝে মাঝে ছোটকাকু এমন সব কথা বলেন যে কথাটা শোনার পর মনে হয় কথাটা তো সবার জানা। কিন্তু কথাটা তারপরও কেন সবার মনে আসে না?…মানুষ ভাবে এক হয় আরেক। ফোনটা রাখার সময় ভেবেছিলাম, নাছোড়বান্দা ওই মহিলার কাছ থেকে ছাড় পেলাম। তখন ছিল বিকেল চারটা। আর এখন ঠিক তিন ঘণ্টা পর সন্ধ্যা সাতটার আমরা রওনা দিয়েছি কণ্ঠশিল্পী আবিদুর রহমানের বাড়ির দিকে…..ভদ্রমহিলা ভেতরে এলেন।
আসতে আসতেই বললেন, বুঝতেই পারছেন। আমার প্রয়োজনটা কত জরুরি। সে জন্য ফোনটা রেখেই চলে এসেছি। এখন যদি আপনার ছোটকাকু দুইঘণ্টা পর দেখা দেন তাতে আমার আপত্তি নেই্ আমি অপেক্ষা করব……আবার ভদ্রমহিলার সেই কথা। ফোনেও উনি বলেছিলেন, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ গোপনীয়। তাই বলে এতই কি গোপনীয় ব্যাপার যে আমার সামনেও বলতে চাইছেন না? ছোটকাকু ভদ্রমহিলাকে বললেন, কোনো অসুবিধা নাই্ ওর সামনে আপনি কথা বলতে পারেন।
তাছাড়া ও আবিদুর রহমানের বড় ভক্ত। সামনের সোমবার জাদুঘর মিলনায়তনে যে লাইভ শোটা হবে সেটার টিকেটও ও বোধহয় কিনে রেখেছে…নাটোরের এই বাংলোয় আসার পরও ছোটকাকু বাংলোর দারোয়ানকে ডেকে বারবার জানতে চাচ্ছেন, জগু মহারাজের আস্তানাটা কোথায়?…একেবারেই কাঁচারাস্তা। তবু পথ দিয়ে গাড়ি চলছে। নাটোর থেকে যে গাড়িটা নিয়ে এই এথে এসেছি সেটা স্টার্ট দিতে হয়েছে সামনের দিকে হ্যান্ডেল মেরে…..যাক তবুও ছোটকাকু বলেছেন, তাই পানির বোতল নিয়ে এলাম। ছোটকাকু বোতলটা নিয়ে মুখ খুলে পুরো পানিটা ঢেলে দিলেন কাচের বোতলে।
চোখের পলকে ঘটনাটা ঘটল। টিউবের ভেতর থেকে বলটা বেরিয়ে এলো বাইরে। কিছু পানিসহ বলটা আছড়ে পড়ল নিচে। একই সঙ্গে হাততালি দিয়ে বিছানায় উঠে বসলেন জগু মহারাজ। তোমাকে দিয়েই হবে। কবিরাজ মিয়া, সবুজ পুতুলটা অনেকদিন ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওটাকে দিয়ে দাও এই দুই ভদ্রলোককে। আর আপনি যাবার আগে আমার সঙ্গে একটা কথা বলেন যাবেন…আবিদুর রহমান জাদুঘর মিলনায়তনে ভরা দর্শকের সামনে গান গাইছেন।
আমি আর ছোটকাকু প্রায় বিশেষ অতিথির মতো সামনের সারিতে বসে আছি। গান শোনার সাথে সাথে মনে মনে ভাবছি, ছোটকাকুর বুদ্ধির জন্যই আজ এই অনুষ্ঠান হচ্ছে। আবিদুর রহমান গান গাইছেন। আর কেউ ঘোষণা না দিলেও আমার মনে হচ্ছে, এই অনুষ্ঠান মূল আয়োজক আসলে আমি আর ছোটকাকু। কানের মধ্যে আবার গানেও বাইরেও কেমন একটা শব্দ পাচ্ছি, সেই ঢাকের শব্দ…।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা