সিনিয়র স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন তাদের নার্সের করোনা ভাইরাসের পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। আর এর মাধ্যমে রাজশাহীতে এখন পর্যন্ত কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্ঠূ জেনারেল হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, প্রথমে ৩০০ পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পেয়েছেন। পরবর্তীতে আরও ১০০০ পিপিই অর্ডার করা হয়েছে। সেগুলো এখন আসার পর্যায়ে আছে। তবে এই পিপিই দিয়ে সবাইকে দেয়া সম্ভব নয় শুধূ যারা রোগীর সরাসরি সংস্পর্শে আসবে তাদের দেয়া হবে। এরমধ্যে আইসোলেশন ওয়ার্ড এবং শিশূ ওয়ার্ডে কর্মরতরা এই পিপিই পাবেন।
এর আগে সেই নার্স ইতালি প্রবাসী এক যাত্রীর পাশের সিটে বসে ঢাকা থেকে বাড়ি ফেরেন। পরবর্তীতে তার শরীরে জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দেয়। তার অবস্থা বেশি খারাপ হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মেডিকেলের এম্বুলেন্সে করে আনা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।
তার করোনা ভাইরাসের টেস্ট করাতে দেরি প্রসঙ্গে তার স্বামী আক্ষেপ করে বলেছিলেন, ঢাকায় এসেও স্ত্রীর করোনার পরীক্ষা করাতে পারছিনা। কী লাভ হলো রাজশাহী থেকে ঢাকায় এসে?
ওই নার্সের স্বামী দাবি করেন, হাসপাতাল থেকে ৮–১০টি পরীক্ষা করতে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো করাতে গেলেই বলা হচ্ছে, করোনা ভাইরাস আছে কি না? তা আগে পরীক্ষা করাতে হবে। হাসপাতালের লোকজন ১০ হাত দূরে থেকে তাদের সঙ্গে কথা বলছেন, যেন তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন। সব মিলিয়ে বিপদের মধ্যে আছেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। মারা গেছেন ৫ জন। সারাদেশে কোয়ারেন্টিনে (ঘরবন্দী) আছেন ৩০,৭৬৮ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যানুযায়ী, সারা পৃথিবীতে ৪ লাখ ১৪ হাজার ১শ ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ১৮ হাজার ৪শ ৪০ জন। গত ২৪ ঘন্টায় বিশ্বে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪০ হাজার ৭১২ জন। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ২শ ২ জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৫৪ জন। এরমধ্যে মারা গেছে ৭ জন। এ অঞ্চলে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে ২,৩৪৪ জন। এদের মধ্যে মোট মৃত্যু সংখ্যা ৭২ জন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা