সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি পেশ, ‘এক মুঠো চাল‘ কর্মসূচি শুরু
আজও বাসদের উদ্যোগে সহস্রাধিক বোতল জীবাণুনাশক ও মাস্ক বিতরণ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে বরিশাল নগরীতে সহস্রাধিক বোতল জীবাণুনাশক হ্যান্ডওয়াশ ও ব্লিচিং লিকুইড এবং মাস্ক বিতরণ করা হয়েছে। অশ্বিনীকুমার হলের সামনে এই কর্মসূচিতে বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তীসহ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টানা তিন দিন ধরে চলমান এই কর্মসূচিতে প্রায় চার হাজার বোতল জীবাণুনাশক লিকুইড ও মাস্ক বিতরণ করেছে বাসদ। বরিশালের সর্বস্তরের মানুষ বাসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
এরপর বেলা সাড়ে ১২টায় অশ্বিনীকুমার হলের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাসদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, সারাদেশের মানুষ আজ এক আতঙ্কজনক পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে। সেই সময় গতকাল মন্ত্রিপরিষদ সচিবের বিবৃতি থেকে আমরা জানলাম যে, আগামী ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু আমরা গভীর বিষ্ময়ের সাথে লক্ষ্য করলাম এই সংবাদ সম্মেলনে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং বা কোন প্রকার ব্যবস্থাপনার কোন নির্দেশনা দেয়া হলো না। দরিদ্র মানুষকে ভাসানচরে গিয়ে থাকতে বলার যে ঔদ্ধত্য সচিব দেখিয়েছেন তা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ এবং সাধারণ জনগণের জন্য অত্যন্ত অপমানের।
অথচ পাশের দেশ ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শ্রমজীবী মানুষদের জন্য ২ টাকা কেজি দরে চাল সরবরাহ করছে। কেরালা অঙ্গরাজ্যে সরকার একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে ৫০০ কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ দিয়েছে, নিম্নবিত্ত মানুষের জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করেছে। কানাডাতে জনগণের প্রায় সব দায়িত্বই সরকার নিয়েছে।
কিন্তু আমাদের দেশে সাধারণ শ্রমজীবী দরিদ্র মানুষের জন্য সুনির্দিষ্ট কোন কোন ব্যবস্থা তো সরকার গ্রহণ করলোই না বরং তাদের জন্য মিললো মূল্যবৃদ্ধি আর তিরস্কার যা অত্যন্ত লজ্জাজনক। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। দাবিগুলাে হচ্ছে – বরিশালের শ্রমজীবী নিম্নবিত্ত দরিদ্র মানুষদের জন্য অবিলম্বে ফ্রি রেশনিং এর মাধ্যমে অন্তত এই দুর্যোগপূর্ণ সময়ের জন্য চাল, ডাল, তেল, আলু, লবন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ নিশ্চিত করা, সকল নাগরিকদের জন্য জীবাণুনাশক তরল, মাস্ক বিনামূল্যে সরবরাহ করা, এই সময় সকল এনজিও ও ব্যাংক থেকে ঋণের কিস্তির টাকা মওকুফ করতে বিশেষ উদ্যোগ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আইসিইউ চালু করা, সকল চিকি’সক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সামগ্রি পিপিই সরবরাহ করা, প্রশাসনকে দায়িত্বশীল অভিভাবকের ভ’মিকা পালন করতে হবে।
এরপর বাসদের উদ্যোগে ‘এক মুঠো চাল‘ নামে দরিদ্রদের সহযোগিতার জন্য একটি কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘না খেয়ে একজন মানুষের মৃত্যু মানে আমাদের বিবেকের মৃত্যু‘ এই শ্লোগানকে সামনে রেখে এই দুর্যোগের সময় চাল সংগ্রহের জন্য ২ হাজার টি ব্যাগ বিভিন্ন বাসা বাড়িতে সরবরাহ করা হবে। ‘এই দুর্যোগে আসুন এক মুঠো খাবার কম খেয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই; রান্নার পূর্বে অন্তত ১ মুঠো চাল এই ব্যাগে রাখুন‘ লেখা সম্বলিত এই ব্যাগ সদর রোড, ফজলুল হক এভিনিউ, জর্জ কোটসহ বিভিন্ন এলাকায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা