ফাইল ছবি।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ সীমানায় চরকিশোরগঞ্জের চর এলাকায় মেঘনা নদীতে অল্পের জন্যে রক্ষা পেল ৮ শতাধিক যাত্রীর জীবন। ৮শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী গ্রিন ওয়াটার-১০ নামে লঞ্চটি চরকিশোরগঞ্জের চর এলাকায় মেঘনা নদীতে অাসলে এসময় ঢেউয়ের তোড়ে লঞ্চের ডেকে পানি উঠে যায়। লঞ্চটি কোনরকমে চরে নোঙরে সক্ষম হয়। এসময় লঞ্চচটিতে থাকা যাত্রীদের মধ্যে অাতংক ছড়িয়ে পড়ে। এতে রক্ষা পান প্রায় সাড়ে ৮ শতাধিক যাত্রী। সোমবার (২৩ মার্চ) রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেয়ায় এঘটনা ঘটে বলে জানান পুলিশ।
এ ব্যপারে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লঞ্চটির ধারণক্ষমতা আনুমান ৪শতাধিক যাত্রীর। কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি প্রায় সাড়ে ৮শতাধিক যাত্রী বোঝাই করে মেঘনা নদীতে আসালে লঞ্চটি হেলতে থাকে ও লঞ্চটির ডেকে পানি উঠে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে বাল্কহেডের ধাক্কায় লঞ্চের ডেগে পানি উঠেছে বলে দাবী করে লঞ্চের স্টাফরা।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আনিচুর রহমান জানান, এ ঘটনায় কোন যাত্রী হতাহত হননি। লঞ্চটি নদীর চরে নোঙর করা হয়েছে। অন্য একটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। সেই লঞ্চটি আসলে যাত্রীদের সেই লঞ্চে করে গন্তব্যে পাঠানো হবে।#
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চটির ধারণক্ষমতা আনুমানিক ৪০০ যাত্রীর। কিন্তু প্রায় সাড়ে ৮০০ যাত্রী বোঝাই করে মেঘনা নদীতে আসার পরে লঞ্চটির ডেকে পানি উঠে যায়। তবে লঞ্চের স্টাফরা দাবি করছে, বাল্কহেডের ধাক্কায় লঞ্চে পানি উঠেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা