গদ্দিনশীন পীর শাইখ মিশকাত সিদ্দিকী (হাফিজাহুল্লাহ) : করোনার প্রভাবে সারাবিশ্ব এক ভয়াবহ সঙ্কটময় সময় পার করছে। বিশ্বের অনেক শহর লক ডাউন করা হয়েছে। উপমহাদেশের বাস্তবতায় যা অনেকটাই কঠিন। যদিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে তথাপি জীবিকার প্রয়োজনে মানুষ এখনো ছুটে চলেছে। অধিকাংশ মাদ্রাসা ছুটি হয়েছে। অনেকেই আবার কোয়ারেন্টাইনে আছে। ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী ফুরফুরা দরবারের পীর শাইখ মিশকাত সিদ্দিকী (হাফিজাহুল্লাহ) এ বিষয়ে বলেন- “করোনার” সংঙ্কটময় এই সময়টা আমাদের কর্মফলের কারণে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যভাবে ব্যাপক হবে, তখন সেই জাতির মধ্যে প্লেগ এবং এমন মহামারী (রোগ-ব্যাধি) ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না। (ইবনে মাজাহ – ৪০০)
মহান আল্লাহ তা’আলা এভাবেই তাঁর বান্দাদের সতর্ক করে থাকেন। কিন্তু তাঁর বান্দাগণ গাফেলই থেকে যায়। আজকের করোনা সংক্রমণও সেই সতর্ক বার্তা নিয়েই এসেছে। কিন্তু আমরা এখনো না হয়েছি সতর্ক আর না হয়েছি সচেতন।
সচেতন মানুষ হিসেবে আমাদের পরিচ্ছন্ন থাকা খুব জরুরী। দেশের স্বাস্থ্যবিভাগ থেকে যে নির্দেশনা দিচ্ছে, সেগুলো মেনে চলুন। প্রয়োজন ছাড়া বাইরে সময় না কাটিয়ে, বাড়িতে অবস্থান করুন। সবসময় ওযু অবস্থায় থাকুন। আপতকালীন এ সময়ে সুন্নত আর নফল নামাজগুলো বাসায় আদায় করুন। শুধুমাত্র ফরজ নামাজের জন্য মসজিদের জামাতে শরীক হতে পারেন অথবা পরিবারের সদস্যদের নিয়ে ঘরেই জামাতের ব্যবস্থা করুন।খতিব সাহেব ও ইমাম সাহেবদের অনুরোধ করছি জুমআর খুতবা সংক্ষিপ্ত করুন। ছোট সূরা দিয়ে জামাত আদায় করুন। প্রত্যেকের প্রতি অনুরোধ আপনারা বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ুন। দরুদ শরীফ পড়ুন। গুনাহ থেকে বেঁচে থাকুন। নিরাশ হবেন না। দান সদকা করুন।
# ফুরফুরা.
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা