মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলছিল লিভারপুল। কিন্তু শেষদিকে এসে হঠাৎ যেন ছন্দহীন হয়ে পড়েছে দলটি। বুধবার অ্যানফিল্ডে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।
বুধবার লিভারপুলের সামনে চীনের প্রাচীর হয়ে ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক। শেষ পর্যন্ত তার দৃঢ়তায় স্প্যানিশ লিগের দলটি ম্যাচ নিতে পেরেছিল অতিরিক্ত সময়ে। তারপরও দলটির কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত মার্কোস লরেন্তে ও আলভারো মোরাতার নৈপুণ্যে দিয়েগো সিমেওনের দল পৌঁছায় চ্যাম্পিয়নস লিগের শেষ আটে।
রোমাঞ্চকর ম্যাচে বুধবার লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এরআগে প্রথম লেগে ১-০ গোলে জেতা স্প্যানিশ দলটি ৪-২ গোলের অগ্রগামিতায় গেছে পরের ধাপে। শেষ ষোলো থেকেই বিদায় নিল গত আসরের চ্যাম্পিয়নরা।
লিভারপুলের ঘরের মাঠে বুধবার শুরুতেই এগিয়ে যেতে পারতো অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু সে সময় দিয়েগো কস্তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর লিভারপুল নিজেদের ধীরে ধীরে গুছিয়ে নেয়। সে সুবাদে ৪র্থ মিনিটেই স্বাগতিকরা দারুণ একটি সুযোগও পেয়েছিল।
কিন্তু অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের শট ফিরিয়ে দেন ওবলাক। ৩৪তম মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক আবার আবার ঠেকিয়ে দেন সাদিও মানের শট। শেষ পর্যন্ত ৪৩তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল।
অক্সলেইড-চেম্বারলেইনের ক্রসে অরক্ষিত জর্জিনিয়ো ভেইনালডাম হেড জড়ায় জালে।
বিরতির পর অ্যাথলেটিকোর রক্ষণে চাপ প্রয়োগ করে লিভারপুল। সে সুবাদে ম্যাচের ৫৪তম মিনিটে চেম্বারলেইন নেন দূরপাল্লার শট। কিন্তু ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ওবলাক। তারপরও আক্রমণের ধার কমেনি লিভারপুলে। অতিরিক্ত মিনিটে (৯৪তম মিনিটে) ব্যবধান বাড়ান ফিরমিনো।
ভেইনালডামের ক্রসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড পোস্টে লেগে ফিরে। ফিরতি বলে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি। এর তিন মিনিট পরেই ব্যবধান কমায় অ্যাথলেটিকো। বিপদমুক্ত করতে গিয়ে বিপদ ডেকে আনেন লিভারপুল কিপার।
তার শট থেকে বল ফেলিক্স খুঁজে নেন মার্কোস লরেন্তেকে। কিছুটা এগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এই বদলি খেলোয়াড়। যে কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সে সুযোগে প্রথমার্ধের যোগ করা সময় আবার জালে বল পাঠিয়ে লিভারপুলের কাজটা অনেক কঠিন করে তোলেন লরেন্তে। ম্যাচে আসে ২-২ সমতা।
এদিকে ম্যাচের একবারে শেষ দিকে মোরাতার গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে তিন বছরের মধ্যে অ্যানফিল্ডে প্রথম হারের তেতো স্বাদ পায় লিভারপুল।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা