জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংএর সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচটি। একই ভেন্যুতে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছিলো বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।
প্রথম ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনে দ্বিতীয় ও শেষ ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বিশ্রাম দেয়া হয়েছে তামিম ইকবাল, আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলামকে। তাদের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ নাইম, হাসান মাহমুদ ও আল-আমিন হোসেন। খবর : বাসস এর।
জিম্বাবুয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে। ডোনাল্ড তিরিপানোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন চার্লটন টিসুমা।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : সিন উইলিয়ামস (অধিনায়ক), তিনাসি কামুনহুকামবে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), তিনোতেন্ডা মুতোমবদজি, চার্লটন টিসুমা, ক্রিস এমপফু ও চার্ল মুম্বা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা