নারী টি ২০ বিশ্বকাপ
আজ বিশ্ব নারী দিবস। আবার আজকেই মেয়েদের ক্রিকেটের অন্যতম বড়ো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি ২০ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া যেখানে টানা ষষ্ঠ ফাইনালে নামছে সেখানে ভারতের এটি প্রথম ফাইনাল। সাদা চোখে স্বাগতিকদের নিরঙ্কুুশ ফেভারিট মনে হলেও ভারতের মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মোটেও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
রাসেলের ছয় ছক্কায় সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই পুনম যাদবের স্পিন জাদুতে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে দিনবদলের বার্তা দিয়ে রেখেছে ভারত। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা।
আজ আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বকাপ ফাইনাল হওয়ায় এক লাখ দর্শক ধারণ ক্ষমতার মেলবোর্ন স্টেডিয়াম ভরে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের। সেটি হলে মেয়েদের কোনো খেলায় সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন বিশ্বরেকর্ডও হয়ে যাবে।
ফাইনালের আগে স্ত্রীর খেলা দেখতে সিরিজের মাঝে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা পেসার মিশেল স্টার্ক। স্টার্কের স্ত্রী এলিসা হিলি অস্ট্রেলিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মেলবোর্নের ফাইনালে স্ত্রীকে মাঠে থেকে সমর্থন জানাতে চান। আর দেশে বসে মেয়েদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন স্বয়ং শচিন টেন্ডুলকারও।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা