ইভেন্ট আপডেট নামের একটি গ্রুপ সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তাদের ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ভিত্তিক গ্রুপ। এটি দীর্ঘ দুই বছর যাবত ইভেন্ট আপডেট মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ প্লাটফর্মে প্রায় ৪০০ জন সাংবাদিক এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ১০০ জন জনসংযোগ কর্মকর্তা আছেন।
ইভেন্ট আপডেট এর অ্যাডমিন সালেহ মোহাম্মদ রশীদ অলক এক প্রেস রিলিজে জানান, মিডিয়াকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও যোগাযোগের জন্য এই প্ল্যাটফর্ম। ইভেন্ট আপডেট প্ল্যাটফর্ম থেকে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে একটি মিডিয়া আড্ডা আয়োজন করা হয়েছিল।
এতে ১৭২ জন সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ মার্চ) দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সিটিউটে আরেকটি মিডিয়া আড্ডার আয়োজন করা হচ্ছে।
এতে মূল ধারায় কর্মরত গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জনসংযোগ কর্মকর্তা, পেশাগত দায়িত্ব পালনে মিডিয়ার সাথে সম্পৃক্ত মার্কেটিং কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারবেন।
ইভেন্ট আপডেট মিডিয়া আড্ডায় কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি থাকছে না। এটি স্রেফ মিডিয়ার সাথে সম্পৃক্ত মানুষের একটি মিলন মেলা।
প্রোগ্রাম সিডিউলঃ ১৩ মার্চ, শুক্রবার দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পিঠা উৎসব ও মতবিনিময়।
বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত নেটওয়ার্কিং। সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯ টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্র। রাত ৯ টা থেকে ৯.৩০ গ্রুপ ফটোসেশন ও ডিনার।
আয়োজনে থাকছে কয়েক রকমের পিঠা, কফি, কেক, রাতের ডিনার (স্টার এর কাচ্চি, পানি ও কোক)।
গিফট হিসেবে থাকছে টি শার্ট, কলম ও প্যাড এবং আরও অনেক কিছু।
উক্ত আড্ডায় অংশগ্রহণের চাঁদা দুইশত টাকা। অংশগ্রহণের জন্য সবাইকেই গুগল ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে টাকা দিয়ে অথবা ০১৭১১-৪৬০৬০১ নাম্বারে বিকাশ করে টাকা পাঠাতে পারবেন।
রেজিস্ট্রেশন এর জন্য গুগল ফরম লিংক: https://forms.gle/xCzyPS2zDjrTBX1B6
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা