নেত্রকোনায় সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক থেকে ফেরার পথে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দূর্গাপুর উপজেলার কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসা ও ভোকেশনালের ৪৬ শিক্ষার্থী শনিবার সকালে দুটি পিকাপ-ভ্যানে করে পিকনিকে আসে দূর্গাপুর। তাদের মধ্যে বেশিরভাগই এসএসসি পরীক্ষায় এ বছর অংশগ্রহণকারী।
রাতে ফেরার পথে কালামার্কেট এলাকায় পিছনের পিকাপ-ভ্যানের সাথে বিপরীত দিক থেকে যাওয়া বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
পরে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এতে আহত হয় কমপক্ষে ২৩ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা