কোন বিশেষ দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি কোভিড-১৯ প্রতিরোধকে ক্ষতিগ্রস্ত করবে
কোন বিশেষ দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি কোভিড-১৯ রোগী সনাক্ত করা ও প্রাদুর্ভাব প্রতিরোধকে ক্ষতিগ্রস্ত করবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) আইইডিসিআর এর সভাকক্ষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান সহ আমাদের বিভিন্ন দেশের নাগরিকগণ নানা কারণে আমাদের দেশে বসবাস করছেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। চলমান কোভিড-১৯ মহামারীর সাথে কোন নির্দিষ্ট দেশের নাগরিকদের দায়ী করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও ভীতিজনিত প্রাথমিক প্রতিক্রিয়া মাত্র। কোন বিশেষ দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি কোভিড-১৯ রোগী সনাক্ত করা ও প্রাদুর্ভাব প্রতিরোধকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘিœত হবার আশংকা দেখা দিলে এ সব দেশের নাগরিকগণস্বাস্থ্য কর্তৃপক্ষকে এড়িয়ে চলবেন।আমরা বাংলাদেশের মানুষকে আমাদের ঐতিহ্য অনুযায়ীসকল বিদেশী নাগরিকদের প্রতি অতিথিপরায়ণআচরণ অব্যাহত রাখার আহ্বান জানচ্ছি।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দরসমূহ, সমুদ্র বন্দরমূহ, স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত ৩৩৬৩০০ জন যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। আজ করোনা কোভিড-১৯ লক্ষণযুক্ত যাত্রী পাওয়া যায় নি। আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে কোভিড -১৯ আক্রান্ত হবার আশংকায় ছিলেন ৮৩ জনের নমুনা পরীক্ষা করে এ যাবতকারো নমুনাতে কোভিড-১৯পাওয়া যায় নি।
তিনি জানান, সিঙ্গাপুরে ৫ জন, সংযুক্ত আবর আমিরাতে একজন করোনা ভাইরাসে আক্রান্ত আছেন। ইতালিকে এখন পর্যণ্ত কোন বাংলাদেশী আক্রান্ত হননি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা