রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বাংলাদেশে এ পর্যন্ত ২৫৬৮৫৪ জনের স্ক্রিনিং করা হয়েছে। এদেরমধ্যে আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৭৭ জনের নমুনা পরীক্ষা করে এ যাবৎ কারো নমুনাতে কোভিড-১৯ ভাইরাস পাওয়া যায়নি।
তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজ ৬৮তম শহীদ দিবস।শহীদ দিবসের মর্যাদা আজ বিশ্বব্যাপী মহিমান্বিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অভিধায়।শহীদদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি জানান, কোভিড -১৯ এর বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে সর্বমোট সনাক্তকৃত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫,৭৪৮ (গত ২৪ ঘন্টায় নতুন রোগী ৫৪৮)। মোট সনাক্তকৃত রোগীর মধ্যে চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪,৬৭৫ জন। কোভিড-১৯ আক্রান্ত দেশগুলোর মধ্যে নতুন দেশ হিসেবে ইরানে একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। কোভিড -১৯ আক্রান্ত রোগীর মধ্যে মোট মৃতের সংখ্যা ২১২৯ জন।
তিনি জানান, ৩১২ জন উহান ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন পরবর্তি আরো ১০ দিন ৩১২ জনকে সীমিত চলাচল ও নিজেদের স্বাস্থ্য পরিস্থিতি অবহিত করতে আইইডিসিআর-এর সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে। তাদের প্রতি নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। তাদের কেউ কেউ হটলাইনে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করেছেন, নিয়ন্ত্রণ কক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তারা সবাই সুস্থ আছেন। কোভিড-১৯ সম্পর্কে কোন জিজ্ঞাস্য থাকলে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করা যাবে : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
সিঙ্গাপুর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে আমরা জানতে পেরেছি যে, মোট ৫ জন বাংলাদেশের নাগরিক কোভিড -১৯ সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউ-তে আছেন। কোয়ারেন্টিনে আছেন ৫ জন বাংলাদেশের নাগরিক। সিঙ্গাপুরে সর্বমোট ৮৫ জন কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন, ১১০৪ জনকে পরীক্ষা করে কোভিড-১৯ পাওয়া যায়নি, ৩৭ জনের পরীক্ষার ফলাফল অপেক্ষাধীন। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও আমাদেরকে সিঙ্গাপুর পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।
শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে করণীয় * নিয়মিত সাবান ও পানিদিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ডযাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেননা * ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়েচলুন * কাশিশিষ্টাচার মেনেচলুন (হাঁচি/কাশিরসময়বাহু/ টিস্যু/ কাপড়দিয়েনাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখিরসংস্পর্শ পরিহারকরুন * মাছ-মাংস-ডিম ভালোভাবেরান্নাকরেখাবেন * অসুস্থ হলেঘরে থাকুন, বাইরেযাওয়াঅত্যাবশ্যকহলেনাক-মুখঢাকারজন্য মাস্ক ব্যবহারকরুন * জরুরীপ্রয়োজনব্যতীতচীনভ্রমণকরা থেকে বিরত থাকুনএবংএ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজনব্যতীত বাংলাদেশ ভ্রমণেনিরুৎসাহিতকরুন * অত্যাবশ্যকীয়ভ্রমণেসাবধানতাঅবলম্বন করুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা