ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উদ্যোগে বুধবার (১৯ ফেব্রুয়া) সকাল ১১ টা ৩০ মিনিটে গণসংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত গণসংলাপে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়।
গণসংলাপে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দিন খান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুশাদ ফরীদি, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটি এর সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। গণসংলাপ সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সুহাইল আহমেদ শুভ।
গণসংলাপে অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, ‘ক্ষমতাসীনেরা বিশ্ববিদ্যালয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে, ধ্বংস করেছে শিক্ষার্থীদের মূল্যবোধ এবং স্বাভাবিক বিকাশ।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসু এর সাবেক সদস্য বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে গণতান্ত্রিক পরিবেশ; এর বিরুদ্ধে ছাত্রসমাজকে সংগঠিত করে আন্দোলন গড়ে তুলতে হবে।’
সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘এই গেস্টরুম ও গণরুমে ছাত্র নির্যাতন বন্ধে শিক্ষক-ছাত্র সম্মিলিতভাবে ছাত্রদের কাছে পৌছিয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এর সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স বলেন, ‘এই নির্যাতন ও অন্যায়ের শেকল ভাঙতে ছাত্রদেরকে প্রতিরোধ গড়ে তোলাই প্রথম এবং প্রধান কাজ।’ এছাড়া অন্যান্য বক্তারাও বক্তব্য উপস্থাপন করেন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানান এই গণসংলাপ আয়োজনের জন্য।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা