সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে ড. মোমেনের কাছে ফোন করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ কে মোমেন ভিভিয়ান বালাকৃষ্ণানকে বলেছেন, সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তাদের চিকিৎসার ওপর বাংলাদেশের আস্থা রয়েছে।
সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথমবারের মতো ৩৯ বছর বয়সী এক বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওই রোগী শ্বাসকষ্টসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন, সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
১৩ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু গতকাল থেকে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। এ নিয়ে সিঙ্গাপুর যথেষ্ট উদ্বিগ্ন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহানে শুরু হওয়া নতুন নভেল করোনাভাইরাস চীনের ভূখণ্ড ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে যে কয়টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তার মধ্যে সিঙ্গাপুর একটি।
দেশটিতে অবস্থানকারী পাঁচ বাংলাদেশির শরীরে এই করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই সেখানে চিকিৎসাধীন রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে দুই হাজারের অধিক মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ হাজার।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা