করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন উহানের উচাং হাসপাতালের প্রধান ডা. লিউ ঝিমিং।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ঝিমিং। তার হাসপাতাল থেকে অনেকে সুস্থ হয়ে ফিরে গেলেও তিনি নিজে ফিরলেন লাশ হয়ে।
হাসপাতালের সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ডা. লিউ ঝিমিং অসুস্থ ছিলেন না, কিংবা তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। এজন্য তার এই আকস্মিক মৃত্যুতে সবাই অবাক হয়েছে।
লিউ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন। করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।
তবে ডা. লিউ ঝিমিংয়ের মৃত্যুর ঘটনায় উচাং হাসপাতালের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে গত শুক্রবার একই হাসপাতালের লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী একজন নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ হাজার ডলার দেওয়া হয়েছে।
চীনা কর্তৃপক্ষ জনিয়েছে, হাসপাতালে কর্মরত কোনো চিকিৎসক বা নার্স কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলে তাদের শহীদের মর্যাদা দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও সারা বিশ্বে প্রায় ৭১ হাজার ৪৪০ জন আক্রান্ত হয়েছেন।ডেইলি মেইল।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা