এবছরের অমর একুশে গ্রন্থমেলায় শিশুতোষ গল্পকার জ্যোৎস্নালিপির পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
এরমধ্যে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘আমার মায়ের হাতপাখাটি’। প্রচ্ছদ: পার্বতী ঘোষশিশুতোষ গল্পগ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার শিশুচত্ত্বরের পদক্ষেপ প্রকাশনীর ৭৬৪ নম্বর(শিশুচত্ত্বর) স্টলে।
জাদুর মুড়ি বইটির প্রচ্ছদ করেছেন পার্বতী ঘোষ। মূল্য ২০০ টাকা। বইটি প্রকাশ করেছে পদক্ষেপ। মেলায় স্টল নম্বর: ৭৬৪ (শিশুচত্ত্বর)।
দ্বিতীয় বই হচ্ছে, শিশু-কিশোর গল্পগ্রন্থ: ‘মিঠির জাদুর কলম”। প্রকাশনা: যন্তর মন্তর। পরিবেশক: ছোটোদের মেলা। স্টল নম্বর: ৭৭৪ (শিশুচত্ত্বর)। প্রচ্ছদ: লিটন মৃধা। মূল্য: ৮০ টাকা।
তৃতীয় বইটি হচ্ছে, শিশুতোষ গল্পগ্রন্থ ‘হাতি ও পিঁপড়ের চাঁদ দেখা’। প্রকাশরা: অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ: পার্বতী ঘোষ। স্টল নম্বর: ২৩১-২৩২। মূল্য ২০০ টাকা।
চতুর্থ গল্পগ্রন্থ ‘মিমিন ও বেড়ালছানা’। প্রকাশনা: পদক্ষেপ প্রকাশনী স্টল নম্বর: ৭৬৪ (শিশুচত্ত্বর)। প্রচ্ছদ: পার্বতী ঘোষ। মূল্য ২০০ টাকা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা