করোনাভাইরাস যতই ভয়ঙ্কর হয়ে উঠছে, ততই নতুন উদ্যমে লড়াই চলছে এর বিরুদ্ধে। চীনে প্রতিদিন নিজেদের একটু একটু করে নিংড়ে দিচ্ছেন সেখানকার চিকিৎসক ও নার্স থেকে শুরু করে সাধারণ মানুষ।
তাদের সেই লাড়াইয়ের নানান ছবি উঠে আসছে সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ছবির কয়েকটিতে দেখা যাচ্ছে, কীভাবে চীনের নার্সরা নিজেদের মুখের আকৃতিই প্রায় পরিবর্তন করে ফেলেছেন করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে।
পিপলস ডেইলি চায়নার টুইটার হ্যান্ডলে এ বিষয়ে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ সময় মাস্ক পরে থাকার কারণে মুখের ওপর নানান জায়গায় কী ভাবে তার দাগ বসে গেছে।
এক নার্সের চোখের নীচে একটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মাস্ক পরে থাকতে সেখানে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তার জন্যই তিনি ব্যান্ডেজ করে রেখেছেন সেখানে।
দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে আরেক নার্সের নাকের ওপর রক্ত জমে থাকতে দেখা যাচ্ছে। কারও এমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠতে দেখা গেছে। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট।
পিপলস ডেইলি চায়না সেই টুইটার পোস্টে লেখা হয়েছে, নার্সদের এই লড়াই কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছে। করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা এই দেবদূতদের সালাম।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা