বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সামনে থেকে নেতৃত্ব দেন অধিয়ায়ক আকবর আলী।
চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বিসিসিয়াই এই টুইটের মাধ্যমে অভিনন্দন জানায়। ‘ভালো লড়াই করেছো টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ফাইনালে রোমাঞ্চকর সমাপ্তি, অভিনন্দন বাংলাদেশ।’
অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে বিশ্বজয় করে বাংলাদেশ। জয় থেকে যখন মাত্র ১৫ রান দূরে তখন বৃষ্টি নামে পচেফস্ট্রুমের আকাশে।
বৃষ্টিতে খেলা না হলে চ্যাম্পিয়ন হতো বাংলাদেশই। আবার শুরু হওয়ায় বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় মাত্র সাত রানে। যা নিতে আকবর আলীদের কোনো কষ্টই হয়নি।
অধিনায়ক হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আকবর, তার ৭৭ বলে ৪৩ রানের ইনিংসেই মূলত জয় পেতে সহজ হয়। যুবাদের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা